পাঁচবিবিতে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে প্রত্যাশা চাইল্ড হ্যাভেন কেজি স্কুল
সুষ্ঠু সুন্দর সমাজ গড়াই আমাদের মূল লক্ষ্য এই প্রতিপাদ্য নিয়ে পাঁচবিবি পৌরসভার কেন্দ্রীয় পাঁচ মাথা এলাকায় শিশুদের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যাশা চাইল্ড হ্যাভেন কেজি স্কুল প্রতিষ্ঠা করা হয়। শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে প্রায় দুই যুগ ধরে আধুনিকমানের শিক্ষা দিয়ে চলেছে এই শিক্ষা প্রতিষ্ঠান।
জানা যায়, ২০০২ সালে স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক প্রভাষক রমজান আলী সরদার ও বন্ধু ইমরান হোসেন ইমু এলাকার বেকারত্ব দূরীকরণে প্রথমে প্রত্যাশা কোচিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলে। পরবর্তীতে শিশুদের অভিভাবকদের অনুরোধে ২০০৮ সালে প্রত্যাশা চাইল্ড হ্যাভেন কেজি স্কুল নামে প্রতিষ্ঠানটি রূপান্তরিত করা হয়।
এখানে ১১ জন অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা মন্ডলী দ্বারা প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিশুদের যত্ন সহকারে শিক্ষা প্রদান করা হয়।শিক্ষার মান ভাল হাওয়ায় প্রতিবছর বৃত্তি পায় এই স্কুলের অনেক শিক্ষার্থী। বিভিন্ন জাতীয় দিবসের কুচকাওয়াজে এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঢাকা পর্যন্ত গিয়ে সুনাম বয়ে এনেছে এই স্কুলের স্কাউট শিক্ষার্থী ও খুঁদে শিল্পিরা। শিশুদের লিখনী প্রতিভা বিকাশে প্রতিবছর বের করা হয় "প্রত্যাশা প্রত্যয়" নামে একটি ম্যাগাজিন ও পালন করা হয় প্রতিষ্ঠা বার্ষিকী।
প্রতিষ্ঠাতা পরিচালক প্রভাষক রমজান আলী সরদার জানান, শিশুদের আধুনিক শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে আমাদের শিক্ষক মন্ডলী নির্লসভাবে কাজ করে যাচ্ছে। আপনারা আপনাদের সন্তানকে আমাদের স্কুলে ভর্তি করান এবং কোন পরামর্শ থাকলে আমাদের অবহিত করুন।
দৈনিক পুনরুত্থান / দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: